দুদকের কাজের ধরণ জানতে চেয়েছেন : মার্কিন রাষ্ট্রদূত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের কাজের ধরণ জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। দেশে দুর্নীতি প্রতিরোধ প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সহায়তার কথাও জানান তিনি।
সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন পিটার হাস। সকালে দুদকের প্রধান কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান দুদকের মহাপরিচালক একেএম সোহেল। দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, সংস্থার কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দেয়াসহ কমিশনের নতুন ল্যাবে কারিগরি সহায়তার বিষয়ে আলোচনা হয়। দুর্নীতি দমনে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জানান সচিব। যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূতের দুদকে এটাই প্রথম সাক্ষাৎ।