দুই লাখ মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও পরিচয়পত্র দেয়া হবে : আ ক ম মোজাম্মেল হক

- আপডেট সময় : ১০:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আগামী দু’মাসের মধ্যে দুই লাখ মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও পরিচয়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে, শুরুতে কার্ড পাচ্ছেন ১৩ জেলার ৩৭ হাজার মুক্তিযোদ্ধা। তিনি বলেন, সনদ ও আইডি কার্ডে ১৪ ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। টাকা জাল করার চেয়েও কঠিন হবে এই সনদ ও আইডি কার্ড নকল করা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মোজাম্মেল হক। তিনি জানান, আগামী আগস্ট মাসের মধ্যে ধাপে ধাপে সবার কাছে ডিজিটাল সনদ ও আইডি কার্ড পৌঁছানো সম্ভব হবে। তবে মৃত মুক্তিযোদ্ধার পরিবারের কাছে শুধু সনদ পৌঁছে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতাল এবং ঢাকার ২২ বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য এরইমধ্যে ১৩ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়া আছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা নীতিমালা অনুযায়ী সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।