দুই মাস পদ্মা-মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
- আপডেট সময় : ০৪:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৩২ বার পড়া হয়েছে
শুক্রবার রাত ১২টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে নদীতে মাছ শিকার, মজুত, পরিবহন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করা যাবে না। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষা ও অভয়াশ্রম বাস্তবায়নে মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞার আওতায় আসছে প্রায় ৪৩ হাজার নিবন্ধিত জেলে।
জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম বাস্তবায়ন করবে জেলা ও উপজেলা টাস্কফোর্স। ইলিশের উৎপাদন বাড়াতে প্রতিবছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা থাকে। এই কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্সের সভা হয়েছে। জেলেদের নিয়েও সচেতনতা সভা হয়েছে। আইন অমান্য করে নদীতে মাছ শিকার করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, দুই মাসের অভয়াশ্রম বাস্তবায়নে নৌ পুলিশ সব প্রস্তুতি গ্রহণ করেছে। জাটকা রক্ষায় টাস্কফোর্সও নিয়মিত অভিযান চালাবে।