দুই বছর ধরে চলা বাণিজ্যযুদ্ধের কিছুটা অবসান ঘটিয়ে নুতন চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দুই বছর ধরে চলা বাণিজ্যযুদ্ধের কিছুটা অবসান ঘটিয়ে নুতন চুক্তি করেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। চুক্তির পর এটি মার্কিন অর্থনীতিতে ‘রূপান্তর’ ঘটাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অপরদিকে চীনা নেতারা একে ‘উইন-উইন’ চুক্তি অবহিত করে এটি দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাবে বলে মন্তব্য করেছেন। চুক্তিতে চীন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর নতুন করে আরোপিত কিছু শুল্ক অর্ধেক করতে সম্মত হয়েছে। গেলো ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্র-চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্যদিয়ে এই বাণিজ্য যুদ্ধের সূচনা হয়েছিলো।