দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারীর অবসান হতে পারেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারীর অবসান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
শুক্রবার জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি । বলেন, ১৯১৮ সালে দেখা দেওয়া স্প্যানিশ ফ্লুকে পরাস্ত করতে দুই বছর লেগেছিল। প্রযুক্তির অগ্রগতির কারণে এখন তুলনামূলক ‘কম সময়ের মধ্যেই’ বিশ্ব করোনাভাইরাসকে হটাতে সক্ষম হবে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ মহাপরিচালক মহামারী মোকাবেলায় ‘জাতীয় ঐক্য, বৈশ্বিক সংহতির’ উপরও জোর দিয়েছেন । ব্রিফিংয়ে গেব্রিয়েসুস বিভিন্ন দেশে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ -পিপিই নিয়ে যেসব দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে তা নিয়েও হতাশা ব্যক্ত করেন।