দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
বরগুনায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে পাকুরগাছিয়া এলাকায় দলবল নিয়ে ঠাণ্ডা গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায় পনু গ্রুপ। এ সময় ঠাণ্ডা গ্রুপের সদস্যরাও রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। পরে তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শফিকুল ইসলাম পনুকে মৃত ঘোষণা করেন।