দুই দিনে ২০০ বাংলাদেশি ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
রাশিয়ার হামলা পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে যেতে মানুষের ঢল দিন দিন বাড়ছে। গত দুই দিনে ২০০ বাংলাদেশি ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে।
পোল্যান্ডে ঢুকতে চাওয়া বাংলাদেশিদের সীমান্ত এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সীমানা পাড়ি দিতে গিয়ে ইউক্রেনিয়ানরা অগ্রাধিকার পাচ্ছেন বলে জানা গেছে৷ এরই মধ্যে দু’শ বাংলাদেশি পোল্যান্ডে নিরাপদে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বাংলাদেশি দূতাবাসের একটি দল কাজ করছে। দূতাবাস ও পোলিশ সরকার যৌথভাবে পোল্যান্ডে আগতদের জন্য আবাসনের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইউক্রেন থেকে ১৫ জন বাংলাদেশি ছাত্র নিরাপদে হাঙ্গেরি পৌঁছেছে।