দুই দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রাতে ঢাকায় পৌঁছাবেন তিনি। নির্বাচনী বছর ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে তার এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন তিনি।
গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগে রেবের সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যেন নতুন করে আরোপ না হয় যুক্তরাষ্ট্রকে সেই অনুরোধ জানাবে বাংলাদেশ। এছাড়াও জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার ও মানবাধিকারসহ অগ্রাধিকারের ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এরমধ্যে দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র ফোরামে অংশ নেন ডোনাল্ড লু।