দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মেহেরপুর বিসিক শিল্প নগরীতে
- আপডেট সময় : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নানা সমস্যায় জর্জরিত মেহেরপুর বিসিক শিল্প নগরীতে। অনেক প্লট খালি পড়ে থাকায় গো-চরনে পরিনত হয়েছে। কয়েকটি শিল্প-কারখানা গড়ে উঠলেও নানা সীমাবন্ধতায় তা বন্ধ হওয়ার পথে। প্লটের মূল্য বৃদ্ধিসহ কর্মকর্তাদের উদাসীনতার কারনে উদ্দ্যোক্তারা এগিয়ে না আসায় বড় ধরনের শিল্প-কারখানা গড়ে উঠছে না বলে জানান শিল্প উদ্দ্যোক্তারা।
মেহেরপুরে শিল্প-কারখানা সম্প্রসারণের লক্ষে ২০০৬ সালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের খড়ের মাঠ এলাকায় ১০ একর জায়গার ওপর নির্মিত হয় বিসিক শিল্প নগরী। ২০০৭ সালে ৩৪ শিল্প ইউনিটে ৭০টি প্লটের মধ্যে ৬৬টি প্লট বরাদ্দ দেয়া হয়। উৎপাদন শুরু করে ১২টি কারখানা। এর মধ্যে কয়েক বছর যেতে না যেতেই বন্ধ হয়ে যায় ৪টি কারাখানা। বিসিক শিল্প নগরীর বেহাল দশার জন্য স্বল্প সুদে ঋণ না পাওয়া, নিরাপত্তা, পয়নিষ্কাশন ও শিল্পবর্জ্য ফেলার সুবিধাসহ নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবারাহ না পাওয়াকেই দায়ি করছেন শিল্পোদ্যোক্তারা।
৮টি শিল্প কারখানা উৎপাদনে আছে আর নির্মাণাধীন রয়েছে ১২টি। ১৪টি জুনের মধ্যে উৎপাদন শুরু করবে আশা ব্যক্ত করেছেন উপ ব্যবস্থাপক। তবে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে মেহেরপুর বিসিক শিল্প নগরী জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।