সাত বছরেও সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় আদালত হতাশ
- আপডেট সময় : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দীর্ঘ সাত বছরেও সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় আদালত হতাশা ব্যক্ত করেছে বলে জানান আসামী পক্ষের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ।
সোমবার আদালতের তলবে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রেবের অতিরিক্ত ডিআইজি খন্দকার শফিকুল আলম আদালত হাজির হলে, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চায়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা হাইকোর্টকে জানান, এ মামলায় এখনও কোনও ক্লু খুঁজে পাওয়া যায়নি। ডিএনএ টেস্টের চারটি নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি নমুনার ফলাফল এলেও আসামিদের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়নি। অন্য দুটি নমুনা পরীক্ষার জন্য এফবিআইতে পাঠানো হয়েছে। কিন্তু এই নমুনা দুটির বিষয়ে এখনও কোনও অগ্রগতি নেই বলেও জানান তদন্ত কর্মকর্তা। পরে আদালত এ মামলায় সন্দেহভাজন আসামি তানভীর রহমানের মামলা বাতিল আবেদনের ওপর আদেশের জন্য আগামী ১৪ নভেম্বর দিন নির্ধারণ করেন।