দীর্ঘ এক যুগ পর টি-টুয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড
- আপডেট সময় : ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
দীর্ঘ এক যুগ পর টি-টুয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মেলবোর্নের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো ইংলিশরা। এতে প্রথম দল হিসেবে একইসঙ্গে ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি এখন ইংল্যান্ডের কাছে। এমসিজিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে স্টোকসের ৫২ রানের হার না মানা ইনিংসে ৬ বল হাতে রেখে জয় পায় ইংল্যান্ড। ম্যাচ ও সিরিজ সেরা স্যাম কারান।
ওয়াসিমের বলটা মিডউইকেটে খেলেই উল্লাসে মাতলেন বেন স্টোকস। তাতে ২০১৬ সালের দায়মোচন হলো ইংলিশ অলরাউন্ডারের। সঙ্গে টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো ইংলিশরা। প্রথম দল হিসেবে একইসঙ্গে ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি এখন ইংল্যান্ডের কাছে।
টি-টুয়েন্টি বিশ্বকাপে এতোদিন একমাত্র দল হিসেবে দুটি শিরোপা জয়ের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। তাদের সেই কীর্তিতে এবার ভাগ বসালো ইংল্যান্ড। ২০১০ সালের পর আবারও টি-টুয়েন্টির বৈশ্বিক শিরোপা ঘরে তুলল ইংলিশরা।
১৩৮ রানের লক্ষ্যে শুরুতে চমক দিয়েছিলো পাকিস্তান। প্রথম ওভারেই ভাঙল ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। চমৎকার ডেলিভারিতে অ্যালেক্স হেলসকে সাজঘরে পাঠান শাহিন শাহ আফ্রিদি।
পরের দুই ব্যাটারও ফিরেছেন দ্রুত। ফিল সল্ট ও ইনফর্ম বাটলারকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে রাখেন হ্যারিস রউফ।
তবে, বাবর আজমদের গলার কাটা হয়ে ছিলেন বেন স্টোকস। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বপ্ন ভেঙ্গে চুরমার পাকিস্তানের। মাঝে হ্যারি ব্রুক ও মঈন আলীর উইকেট বাবর আজমদের সান্ত্বনা মাত্র। স্টোকসের অপরাজিত ৫২ মেলবোর্নে ঠিকই রচিত হয় ইংলিশদের মহাকাব্য।
এর আগে, শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড বোলারদের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। স্যাম কারান, আদিল রশিদদের দুর্দান্ত বোলিংয়ে জ্বলে উঠতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। তাদের দাপটে পাকিস্তান ইনিংসে কেবল ৪ ব্যাটার যেতে পেরেছেন দুই অঙ্কে।
ত্রিশ রান পার করেছেন মাত্র দু’জন। শান মাসুদের ৩৮ রান ইনিংস সর্বোচ্চ। ২৮ বলে ৩২ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। ১৫ রানে রিজওয়ান আর ২০ রানে পাকিস্তানের চ্যালেঞ্জিং পুঁজিতে অবদান রানে শাদাব খান।
প্রতিপক্ষকে অল্পতে আটকে রাখতে দুর্দান্ত বোলিং করেন স্যাম কারান। ৪ ওভারে স্রেফ ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
মেলবোর্নে সুযোগ পেয়েও ১৯৯২ সালের ইতিহাস ফিরিয়ে আনতে পারেনি বাবর আজমরা। বরং পূর্বসুরিদের হারের সেই বদলা নিলো স্টোকস-বাটলাররা।