দীর্ঘমেয়াদি ভর্তুকি থেকে সরকার বেরিয়ে আসতে চায় : পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
দীর্ঘমেয়াদি ভর্তুকি থেকে সরকার বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসডিজি বাস্তবায়নের পথে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নীতিগত পরিবর্তনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে এক হোটেলে প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা ও বাস্তবায়নে বিষয়ে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে অর্থনীতির গতিকে আরও সচল করতে ব্যবসাবান্ধব নীতি অনুসরণের তাগিদ দেন ব্যবসায়ী নেতারা।
২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা ও বাস্তবায়নে নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।
বাজেট বাস্তবায়নে শুধু রাজস্ব আয়ের দিকে নজর না দিয়ে, শিল্প-বাণিজ্য প্রসারে প্রয়োজনীয় পণ্যে শুল্ক ছাড়ের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।
বাজেট ঘাটতি পূরণে সরকারের পূনর্গঠন নীতিকে ব্যবসায়ীদের সমর্থন দেয়ার আহবান জানান পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সংকট এড়িয়ে না গিয়ে সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান , অর্থনীতির গতিকে আরো বেগবান করতে আমদানি ভর্তুকি হ্রাসের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে কাজে লাগানো কথা ভাবছে সরকার।
বাজেটে আইএমএফের কোন চাপ নেই, তবে প্রয়োজনীয় পরামর্শ নেয়া হয়েছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।