দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চল- হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া-মাস্টারবাড়ী সড়ক। ছোটবড় অসংখ্য খানাখন্দে ভরা সড়কে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ। এলজিইডি বলছে, বাজেটে পর্যাপ্ত বরাদ্দ পেলে সড়কটি নতুন করে নির্মাণ করা হবে।
পুকুর বা ডোবা নয়, এটি ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ জামিরদিয়া-মাস্টারবাড়ী সড়ক। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় শিল্প-কারখানার ভারী যানবাহন চলাচলে খানাখন্দে ভরে গেছে সড়কটি । একটু বৃষ্টিতেই কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে যায় । গাড়ী উল্টে বা বিকল হয়ে প্রতিদিনই ঘটে দুর্ঘটনা।
বাজেটে পর্যাপ্ত বরাদ্দ পেলে প্রকল্পের মাধ্যমে সড়কটি নতুন করে নির্মাণ করার কথা জানালেন ময়মনসিংহ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি মেরামত করবে এলজিইডি ।এমন প্রত্যাশা এলাকাবাসীর।