দিল্লির দূষণ কমাতে ‘বাড়ি থেকে কাজ করার’ নির্দেশ সুপ্রিম কোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ কমাতে সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের ব্যবস্থা করতে কেন্দ্র ও দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
দিল্লি এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকায় পরিস্থিতি সামলাতে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস নেয়া চলছে। বন্ধ রাখা হয়েছে সব ধরনের নির্মাণ কাজ। সরকারি দপ্তরগুলোর কাজ বাসা থেকে করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবারের ওই নির্দেশের পরই সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ এলো। নগরীর এক অধিবাসীর পিটিশন বিবেচনায় নিয়ে তিন বিচারকের প্যানেলের প্রধান বিচারপতি এনভি রমানা বলেন, ‘আমরা কেন্দ্র এবং দিল্লি সরকারকে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলার নির্দেশ দিচ্ছি।’























