দিনের আলোয় মুরগী বিক্রি আর রাতের অন্ধকারে ছিনতাই
- আপডেট সময় : ১১:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
দিনের আলোয় মুরগী বিক্রি আর রাতের অন্ধকারে ছিনতাইয়ে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের হাতেই মিরপুরের সনি সিনেমা হলের কাছে সায়মন নামে একজনের মৃত্যু হয়। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দীন মোল্লা জানান, গ্রেফতারের পর হত্যকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। চক্রের বাকি পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে, দিনের বেলায় মুরগী বিক্রি আর রাতে খোলস বদলে, ছিনতাই করতো একটি চক্র।
এই চক্রের তিন সদস্য সম্প্রতি ছিনতাইয়ের সময়, ছুরিকাঘাত করলে, সায়মন নামে একজন মারা যায়। এ নিয়ে মামলা হলে, তৎপর হয় পুলিশ।
তিন ছিনতাইকারীর দুইজনকে গ্রেফতার করে দারুস সালাম থানা পুলিশ।
মিরপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যা ও গ্রেফতারের বিস্তারিত জানান বিভাগের উপ-পুলিশ কমিশনার।
বাকি আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জসীম উদ্দীন মোল্লা।