দিনাজপুরের রেলবাজার পশুরহাট স্থানান্তরিত হয়েছে গিরিজানাথ স্কুল মাঠে

- আপডেট সময় : ০৮:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর তত্বাবধানে দিনাজপুরের সবচেয়ে বড় পশুরহাট রেলবাজার থেকে স্থানান্তর করা হয়েছে শহরের মহারাজা গিরিজানাথ স্কুল মাঠে। বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে মাস্ক, রয়েছে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা। সামাজিক দূরত্ব বজায় রাখতে দেওয়া হয়ে নিদিষ্ট সীমানা। মনিটরিং করছে সেনা সদস্যরা। এতে, খুশি ক্রেতা-বিক্রেতারা। তবে করোনা ও বন্যার কারণে বাইরের ব্যাপারী না আসায় ক্ষতির আশংকা করছে ইজারাদাররা।
দিনাজপুর শহরের সবচেয়ে বড় পশুরহাটকে ওয়ান ওয়ে করা হয়েছে। একদিক দিয়ে ঢুকে, অন্যদিক দিয়ে বের হতে হয়। গেটের মুখেই রয়েছে হাত ধোওয়ার ব্যবস্থা। কেউ মাস্ক পরে না আসলে তাকে বিনামূল্যে তা দেওয়া হচ্ছে। সামাজিক দুরত্ব নিশ্চিতে ম্যাপিং করে দেওয়া হয়েছে।
সেনাবহিনীর এধরনের ভূমিকায় খুশি ইজারাদাররা।তবে, করোনা ও বন্যার কারণে বিক্রি নিয়ে বেশ শংকায় তারা।
এই সেনা কমর্কতা জানান, শহরের সব পশুর হাট এই মডেলে করা হয়েছে।এছাড়া, জেলা সবগুলো পশুরহাট তারা নিয়মিত মনিটরিং করছেন।
দিনাজপুরের ১৩টি উপজেলার এবার বসেছে ৫৯টি কোরবানির পশুরহাট।