দিনাজপুরে প্রকাশ্যে এক নারীকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬২ বার পড়া হয়েছে
দিনাজপুর শহরের কালুরমোড়ে প্রকাশ্যে জয়া বর্মন নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
হত্যাকারীকে গ্রেফতার ও হত্যার কারণ উদঘাটনে অভিযানে নেমেছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তি ওই নারীকে কুপিয়ে হাতের কব্জি কেটে নেয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দিনাজপুর সদর সার্কেলের এএসপি ঘটনাস্থলে যান। দিনাজপুর বাস টার্মিনাল এলাকার সৌদিয়া হোটেলে কাজ করতেন।