দিনাজপুরে দেশের সর্ববৃহৎ লিচু বাজার সরগরম
- আপডেট সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
দিনাজপুরে সরগরম এখন লিচুর বাজার। বিভিন্ন জাতের লিচু বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। বোম্বাই জাতের লিচু প্রতি হাজার বিক্রি হচ্ছে ৩৮০০ থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত, বেদেনা প্রতি হাজারের দাম ৬ থেকে ১২ হাজার টাকা এবং চায়না থ্রি ও টু জাতের লিচু প্রতি হাজার বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। দিন দিন বাজার বৃদ্ধিতে দ্রুত দিনাজপুরে আধুনিক লিচুর মার্কেট তৈরির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
জেলার বিরল উপজেলার পাঁচ নং বিরল ইউনিয়নের মাধববাটি পূর্ব শাহাপারা গ্রামের দৃশ্য এটি। থোকা থোকা লাল টকটকে রসালো ফল লিচু ঝুলছে গাছগুলোতে। চট্টগ্রাম ঢাকা রাজশাহী ফরিদপুর বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আগত ব্যাপারীদের আনাগোনায় প্রাণচাঞ্চল গ্রামটি। ব্যাপারীরা বাগান থেকে লিচু কিনে সেখানেই ট্র্যাকে করে নিয়ে যাচ্ছে নিজ নিজ জেলায়। এদিকে শহরের কালিতলা নিউমার্কেটে জরাজীর্ণ পরিবেশে চলছে হাজার কোটি টাকার বিকিকিনি।বিক্রেতারা পছন্দের মত কিনছেন বোম্বাই, বেদেনা, হাড়িয়া জাতের লিচু। রসালো এ ফল দেশের বিভিন্ন স্থানে পাঠাতে ব্যস্ত সময় পার করছে কুরিয়ার সার্ভিসের কর্মী ও কর্মকর্তারা। দেশের সর্ববৃহৎ লিচু বাজার দিনাজপুরে। অথচ মার্কেটটি জরাজীর্ণ। অনতিবিলম্বে আধুনিক মানসম্মত মার্কেট নির্মাণ করে দেওয়ার দাবি ব্যবসায়ী, নিউমার্কেট সমিতির নেতাসহ সচেতন মহলের
নিউমার্কেটের ভগ্নদোষার বিষয়টি স্বীকার করে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র জানালেন নিউমার্কেটটি আধুনিকায়নের কাজ দ্রুত শুরু করা হবে। নিউমার্কেটটিকে আধুনিকায়ন করলে একদিকে যেমন বাড়বে পৌরসভার রাজস্ব আয় অন্যদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত ব্যবসায়ীরা পাবে আধুনিক আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্মার্ট লিচু মার্কেট।