দিনাজপুরে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ
- আপডেট সময় : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দিনাজপুর শহরের ষষ্ঠিতলা মোড়ে কাজের আশায় প্রতিদিন খুব ভোরে জড়ো হয় প্রায় ৩ হাজার মজুর। এখান থেকে প্রতিদিন কাজে যায় তারা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে চরম বিপাকে পড়েছেন এসব খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় না খেয়েই দিন কাটছে তাদের। তারা বলছে, পরিবারের খাদ্য সংস্থানের কথা বিবেচনায় কাজের জন্য আসতে বাধ্য হচ্ছেন তারা।
বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের ন্যায় দিনাজপুরেও চলছে অঘোষিত লকডাউন। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই পড়তে হচ্ছে আইন শৃংখলা বাহিনী তোপের মুখে। কিন্তু ক্ষুধার রাজ্যে কোন বাধাই মানুষকে রুখতে পারে না। তাই পরিবারের দিকে চেয়ে একান্ত বাধ্য হয়েই শহরের ষষ্ঠিতলায় কাজের সন্ধানে জড়ো হন এ সব খেটে খাওয়া মানুষ ।
ভুক্তভোগী শ্রমিকদের দাবি প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী কিছুই পাচ্ছেন না।
সংক্রমনের ভয়ে শ্রমিকদের কাজে নিচ্ছে না মালিকরা। তাই সরকারসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা চাইলেন অনেকে।
দিনাজপুরে দিন আনে দিন খায় এমন শ্রমিকের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। এসব শ্রমিকদের বর্তমানে দিন কাটছে নিদারুন কষ্টে।