দিনাজপুরে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
- আপডেট সময় : ০৫:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩ টি উপজেলায় এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ ৬০ হাজারের অধিক জমিতে। আষাঢ়ের এমন সময়ে কাঙ্ক্ষিত বৃষ্টি না পাওয়ায় পিছিয়ে যাচ্ছে আমল রোপন। এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আগামীতে বৃষ্টি হবে। পূরণ হবে আমন আবাদের লক্ষ্যমাত্রা।
মন ভালো নেই দিনাজপুরের বিরল উপজেলার তুলাই নদী ঘেঁষা মাতববাটি গ্রামের মৃত কিনা তুল্লার পুত্র ওয়াজুদ্দিনের। নিভৃত জগতের মানুষের মতো একান্ত আনমনে জমি থেকে আমনের বীজ তুলছেন। কিন্তু স্যার বীজ সহ শ্রমিক সংকটে দিশেহারা এই কৃষক। জানালেন কৃষিতে কোন লাভ নেই। শুধু লোকসান কম হওয়ার আশায় চালিয়ে যাচ্ছেন কৃষিকাজ।
শুধু ওয়াজে উদ্দিন নয় জেলার ১৩ টি উপজেলার সব কৃষকেরই একই আহাজারি
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই সহকারী কৃষি কর্মকর্তা জানালেন বৃষ্টির অভাবে এই মৌসুমে পিছিয়ে গেছে আমনের আবাদ। বৃষ্টি হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানালেন তিনি
জেলার ১৩ টি উপজেলায় এরই মধ্যে ১৫ শতাংশ জমিতে আমন রোপন সম্পন্ন হয়েছে। বৃষ্টির অভাবে আমন রোপন কিছুটা বিলম্ব হচ্ছে। তবে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান তিনি।
জেলায় প্রায় সাড়ে ১৫ লক্ষ টন আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।