দিনাজপুরের ১৩ উপজেলায় বোরো ধান তোলা নিয়ে ব্যস্ত কৃষক
- আপডেট সময় : ০২:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / ১৯৩৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩ উপজেলায় বোরো ধান তোলা নিয়ে ব্যস্ত কৃষক। দ্বারে দ্বারে গিয়ে ধান কিনছেন পাইকাররা। তবে গেলো বছর যে ধান বিক্রি হয়েছে ২৩০০ টাকা বস্তা, এবার সেই ধানের দাম ১৮০০ টাকা। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, শ্রমিক সংকট নিরসনে কৃষিকে যান্ত্রিকীকরণ করা হয়েছে। আগামীতে বাড়বে ধানের দাম। দিনাজপুরের এই অঞ্চলে ধান মাড়াই চলছে রাস্তার দুই ধারে যান্ত্রিক উপায়ে। এতে শ্রমিক সংকট ও সময় কিছুটা কম লাগলেও ধানের ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষক।
অনেক পাইকার ধার নিতেই চাচ্ছে না। সবকিছুর দাম ঊর্ধ্বমুখী হলেও ধানের দাম শুধু নিম্নমুখী কেনো? প্রশ্ন কৃষকের। এদিকে পাইকাররা জানালেন মিল মালিকদের বেঁধে দেওয়া দামেই ধান কিনছেন তারা। এদিকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন শ্রমিক সংকট নিরসনে ধীরে ধীরে যান্ত্রিক উপায়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হবে। তখনই সুফল পাবেন কৃষকরা। জেলার ১৩ উপজেলায় প্রায় ১ লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৮ লাখ টন।