দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৫ দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫০২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী এলাকায় দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৫ দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া শিশুর নাম সোহান হোসেন। সে ওই গ্রামের দরিদ্র সোহাগ হোসেন ও ফাতেমা দম্পতির ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ঘটনা জানার পরই প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া শিশুটির কোন হদিস করা যায়নি। স্থানীয়রা জানায়, নবজাতকের মা ফাতেমা খাতুন দুপুরে ক্লান্তিতে ঘরের বারান্দায় ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। আধা ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখেন তাঁর ছেলে পাশে নেই। পরে পুলিশকে বিষয়টি জানায়। ধারণা করা হচ্ছে শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে কেউ নিয়ে গেছে।