দাম বাড়ায় ফল এখন সাধারণের নাগালের বাহিরে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
লাগাম পড়েছে বিদেশি ফলের আমদানিতে। অর্ধেকে নেমে এসেছে ফল আমদানি। তবে দাম বেড়েছে সব ধরনের আমদানী করা ফলের। দাম বাড়ায় ফল এখন সাধারণের নাগালের বাহিরে।
গত কয়েক মাস ধরে ডলারের দাম উর্ধ্বমুখী। আমদানী শুল্ক তিন ভাগ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছে। নতুন নিয়মে পুঁজি যোগাতে পারছে না ব্যবসায়ীরা। কেউ ফল আমদানি কমিয়ে দিয়েছে। আবার কেউ কেউ ব্যবসাই বন্ধ করেছে।
এক সময়ের ১২০ টাকা কেজির আপেল খোলা বাজারে এখন ৩০০ টাকা, ১৩০ টাকার মাল্টা এখন আড়াইশো টাকা, ১৪০ টাকার কমলা আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আঙ্গুর বিক্রি হচ্ছে ৪’শ টাকারও বেশি দামে।
ফল আমদানিতে শুল্ক তুলে দেয়ার দাবি জানান এই ব্যবসায়ী নেতা।
গেল এক মাসে দেশে ৩৩ হাজার ৪৫৪ মেট্রিক টন ফল আমদানি হয়েছে,যা গত এপ্রিলের তুলনায় অর্ধেক।