দাদন ব্যবসায়ীর ফাঁদে পড়ে সর্বস্বান্ত গফরগাঁওয়ের ২০ পরিবার
- আপডেট সময় : ০১:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ের দাদন ব্যবসায়ী আব্দুল জলিল ওরফে আসাইম্মা জলিলের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে ২০টির মত পরিবার। হামলা মামলা এবং গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছেড়েছেন অনেকে। কোন প্রতিকার না পেয়ে দিশেহারা ভুক্তভোগীরা। দোষীদের আইনের আওতায় আনার কথা বলছে পুলিশ।
গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের শিবগঞ্জ বাজরের বাসিন্দা আবু নাছের সরকার। একসময় ব্যবসা বাণিজ্য করে ভালোই চলছিল তাঁর সংসার। ব্যবসায়িক পরিধি বাড়ানোর লক্ষে ২০১৪ সালে স্থানীয় দাদন ব্যবসায়ী আব্দুল জলিল ওরফে আসাইম্মা জলিলের কাছ থেকে ২ লাখ ১৩ হাজার টাকা সুদে নেন। টাকা পরিশোধ করলেও দাদন ব্যবসায়ীর কাছে রয়ে যায় তাঁর চেক বইয়ের পাতা। সেই চেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা বসিয়ে আবু নাছেরের নামে দু’টি মামলা করে জলিল। নয় মাস জেলও খাটেন আবু নাছের। এখন পরিবার পরিজন নিয়ে রাস্তায় নেমেছেন তিনি।
একই ভাবে আসাইম্মা জলিলের ফাঁদে পড়ে তিন মামলায় দেড় কোটি টাকার বোঝা বয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। চেক প্রতারণার মামলা থেকে বাদ যায়নি দিনমুজুরসহ সুশীল সমাজের লোকজন। প্রতিকার চেয়েছেন স্থানীয়রা।এক সময় সুদের ব্যবসা করলেও এখন তা করছেন না বলে জানিয়েছেন দাদন ব্যবসায়ী আব্দুল জলিল ওরফে আসাইম্মা জলিল। স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সুদের ব্যবসাকে সামাজিক ব্যাধি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।দাদন ব্যবসায়ীদের লাগাম টেনে না ধরলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাবে বলে মনে করেন স্থানীয়রা।