দশ দফা দাবি আদায়ে ১৪ জেলায় বিএনপির জনসমাবেশ
- আপডেট সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
গায়েবী মামলা, নির্বিচার গ্রেপ্তার, পুলিশি হয়রানি ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ১৪ জেলায় জনসমাবেশ করেছে জেলা বিএনপি।
নাটোরে জনসমাবেশ কেন্দ্র করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সমাবেশে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। নাটোর সদর থানার ওসি দুটি বিস্ফোরিত ও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জনসমাবেশ হয়েছে নড়াইলেও। সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এসময় আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে কর্মসূচি জোরদার করার আহবান জানান তিনি।
যশোরে বিএনপির সমাবেশ প্রতিহতের হুমকি দেয় যশোর জেলা আওয়ামী লীগ। এ ঘোষণার পর সমাবেশে লাঠি মিছিল নিয়ে হাজির হয় বিএনপি নেতাকর্মীরা। দলীয় পতাকার সঙ্গে লাঠি-সোঠা বহন করতে দেখা গেছে তাদের। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে বর্তমান সরকারকে দ্রুত পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা। এর আগে জনসমাবেশ কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করে জয়পুরহাট জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনসমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য মনিরুল হক চৌধুরী।
১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় জনসমাবেশ করেছে জেলা বিএনপি। বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।