দশ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরে বিএনপির পদযাত্রা আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরে আজ পদযাত্রা করবে বিএনপি। দুই সিটিতে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বেলা আড়াইটায় মতিঝিলের গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনের কর্মসূচিতে নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে উত্তরার জসিমউদ্দিন রোড থেকে শুরু হবে উত্তরার পদযাত্রা। এ কর্মসূচিতে ড. খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্ব দেবেন। গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, মিথ্যা মামলা, গ্রেফতার, দমন-নিপীড়নের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, গণবিরোধী ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে দলটির এই যুগপৎ কর্মসূচি।