দশ দফা দাবিতে আন্দোলন জোরদারে তৎপর বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়কসহ দশ দফা দাবিতে আন্দোলন জোরদারে তৎপর বিএনপি। এজন্য রমজানজুড়েও মাঠে রয়েছে দলটি। যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে আগামীকাল থেকে সারা দেশে ৯ দিনব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি দিয়েছে বিএনপি।
২৮ মার্চ থেকে চলছে সারা দেশে মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচি। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ১৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৩৭টি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এসব সভায় নানা খাতে সরকারের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরা হবে। এছাড়াও ৮২ সাংগঠনিক জেলা, ৬ শতাধিক থানা-উপজেলায় অবস্থান, মানববন্ধন ও গণসংযোগ করা হবে। তৃণমূলের এসব কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে দল গঠন করা হয়েছে।