সুইস ব্যাংকের কাছে সরকার বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট কোন তথ্য চায়নি বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বহুমাত্রিক প্রভাব শীর্ষক আলোচনায় তিনি এ দাবি করেন।
মান্না বলেন, সরকার দলীয় লোকজন সুইস ব্যাংকে অর্থ পাচারের সাথে জাড়িত থাকায় পাচারের সুনির্দিষ্ট তথ্য ও অ্যাকাউন্টের হিসাব চায়নি সরকার। তিনি আরো বলেন, যদি অর্থ পাচারের তথ্য চেয়েই থাকেন, তাহলে তার দলিল জনগণ দেখতে চায়। মান্না বলেন, সরকার পতনের এখন সবচে’ ভালো সময়, কারণ সরকার এখন মহাখলনায়কে পরিণত হয়েছে। তার কোন বন্ধুদেশও নেই বলে দাবি করেন তিনি। বলেন, আইএমএফের ঋণের জন্য সরকার অনেক মিথ্যা তথ্য দিচ্ছে। আইএমএফের ঋণও এই সরকারকে রক্ষা করতে পারবে না। বর্তমান সময়ের সংকট কাটানোর সক্ষমতা আওয়ামী লীগ সরকারের নেই বলেও জানান তিনি।