দলীয় ও অনুগত লোক নিয়োগ দিতেই তড়িঘড়ি করে ইসি আইন করতে যাচ্ছে সরকার
- আপডেট সময় : ১২:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দলীয় ও অনুগত লোক নিয়োগ দিতেই তড়িঘড়ি করে ইসি আইন করতে যাচ্ছে সরকার, অভিযোগ জানিয়েছনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সকালে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ অভিযোগ করেন তিনি।
এসময় রিজভী আহমেদ আরো বলেন, যে বিল উত্থাপিত হয়েছ তাতে নিরপেক্ষ কমিশন গঠন সম্ভব হবে না। হুদা-রকীবের আদলে আরেকটি কমিশন গঠন হতে যাচ্ছে। এই আইনের জনমতের প্রতিফলন নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কিছুতেই এই সংকট নিরসন হবে না। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁর রুহের মাগফিরাত কামনায় দিনটিতে দলীয় ও পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কোকো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে।