দরিদ্র পরিবারগুলোতে ছিল না তেমন কোন ঈদ আয়োজন
- আপডেট সময় : ০৪:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
এবার ঈদের চিত্রই পাল্টে দিয়েছে করোনা। কর্মহীন মানুষের মাঝে নেই কোন আনন্দ বা খুশি। তাই দরিদ্র পরিবারগুলোতে ছিল না তেমন কোন ঈদ আয়োজন। এসব পরিবারের শিশুদের মাঝেও ছিল না নতুন পোশাক নিয়ে হইচই কিংবা মাতামাতি। ফলে ঈদ কোনো আবেদনই সৃষ্টি করতে পারেনি তাদের জীবনে।
পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা শেষে খুশির বার্ত নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর। আনন্দের রঙে রাঙিয়ে দেয় প্রতিটি পরিবার। ধনী-গরিব সবাই এক কাতারে মিলেমিশে উদযাপন করেন ঈদ। কিন্তু করোনার কারণে এবারের ঈদে খুশির আমেজ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ।
করোনা পরিস্থিতির কারণে তিন মাস ধরে কর্মহীন নিম্নআয়ের এসব মানুষ। তাই তাদের হাতে ছিল না ঈদে কেনাকাটার মত টাকা। তাই ঈদ নিয়ে ছিল না তাদের বাড়তি কোনো আয়োজনও।
এতদিন নিম্নআয়ের মানুষের ভরসা ছিল ত্রাণের ওপর। কিন্তু ঈদের আনন্দের জন্য বাড়তি সহায়তাটুকুও মেলেনি তাদের ভাগ্যে।
তবে সবকিছু ছাপিয়ে ঈদে সকল মানুষের কণ্ঠেই ছিল করোনা থেকে পরিত্রাণের ফরিয়াদ। যাতে সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন- এই প্রার্থনাই ছিল তাদের।