দরিদ্র দেশগুলোয় কোভিড-১৯ টিকার মজুত ফুরিয়ে আসছে

- আপডেট সময় : ০১:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দরিদ্র দেশগুলোয় কোভিড-১৯ টিকার মজুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা….ডব্লিউএইচও। বাংলাদেশ, উগান্ডা, জিম্বাবুয়ে এবং ত্রিনিদাদ ও টোবাগোসহ বেশকিছু দেশ এরই মধ্যে এ তথ্য সংস্থাটিকে জানিয়েছে।
ডব্লিউএইচওসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মিলে গঠিত টিকা তহবিল ‘কোভ্যাক্স’ থেকে এ পর্যন্ত ১৩১টি দেশে ৯ কোটি ডোজ টিকা বিতরণ করেছে। ডব্লিউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ড. ব্রুস আয়লওয়ার্ড এ তথ্য জানিয়েছেন। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় কোভিড ব্রিফিংয়ে ড. আয়লওয়ার্ড জানান, কোভ্যাক্স তহবিলে ৮০টি নিম্ন আয়ের দেশের অর্ধেকই টিকা না থাকায় এখন টিকাদান কর্মসূচি চালু রাখতে পারছে না। এদিকে, উন্নয়নশীল দেশগুলোর জন্য আঞ্চলিক অগ্রাধিকার ভিত্তিতে সাড়ে পাঁচ কোটি ডোজ টিকা বিতরণের কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন। সেখান থেকে চার কোটি ৪০ লাখ কোভ্যাক্সের মাধ্যমে আর বাকি এক কোটি ১০ লাখ বণ্টন করবে বাইডেন প্রশাসন। এফডিএ অনুমোদন না দেয়ায় এই বন্টনে থাকছে না অ্যাস্ট্রেজেনেকার টিকা।