দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বেড়ে সুপেয় পানির তীব্র সংকট
- আপডেট সময় : ০৪:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূ-পৃষ্ঠে বাড়ছে লবণাক্ততা।ফলে উপকূলীয় অঞ্চলে সুপেয় ও নিরাপদ পানির তীব্র সংকট চলছে। অধিকাংশ পিএসএফ অকেজো হয়ে পড়ায় বিপাকে তারা। বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ ও পুকুরের পানি ফিল্টারিংয়ের পক্ষে মত উপকূলবাসীর। নতুন প্রকল্পের বাস্তবায়নে সমাধান হবে সমস্যার বলছেন স্থানীয় নির্বাহী প্রকৌশলী। কিন্তু পানি সম্মেলন কমিটির এতে দ্বিমত রয়েছে।
ঘূর্ণিঝড় আইলার পর সুপেয় পানির সংকটে ভুগছে উপকূলীয় অঞ্চল। প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত, নদীর নাব্য হ্রাস ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন পরিস্থিতি বলে মত সংশ্লিষ্টদের। এর প্রভাব পড়েছে টিউবওয়েলে। মানুষ প্রয়োজনের তুলনায় কম পানি পাচ্ছে এই সংস্থান থেকে। আর লবণাক্ত বেড়ে পানি ব্যবহারও দুরূহ হয়ে পড়ছে।
পরিবারের সাত সদস্যের খাবার পানি যোগান দেন আকলিমা বেগম। ৯ কলসি পানি আনতে হয় বাড়ি থেকে দুই কিলো দূর থেকে। দূরহ এই কাজটি শুধু আকলিমা বেগমই নন, উপকূলীয় অঞ্চলের মহিলাদের নিত্যনিমিত্ত বিষয় এটি।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন প্রকল্পের অনুমোদন হয়েছে। বাস্তবায়ন হলে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সমস্যা সমাধান হয়ে যাবে।
নির্বাহী প্রকৌশলীর বার্তা আমলে নিচ্ছেন না উপকূলীয় পানি সম্মেলন কমিটি। সদস্যরা বলছেন, একটি প্রকল্পে সুপেয় পানি সংকটের সমাধান সম্ভব নয়। এজন্য দরকার সরকারী ও রাজনৈতিক সদিচ্ছা।