দক্ষিণ গাজা থেকে সৈন্য সংখ্যা কমাচ্ছে ইসরায়েল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের দক্ষিণ গাজা থেকে সৈন্য সংখ্যা কমাচ্ছে ইসরায়েল। অঞ্চলটিতে তারা এখন একটিমাত্র ব্রিগেড রেখেছে।
ইসরায়েল সেনাবাহিনী ফিরিয়ে নেয়ার পর ফিলিস্তিনিরা ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়িঘরে ফিরতে শুরু করছেন। ইসরায়েলের হামলা শুরুর পর গত রোববার ৬ মাস পূর্ণ হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার জানান যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনার জন্য মিসরের কায়রোতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই প্রতিনিধিদল পাঠিয়েছে। ইসরায়েল বলেছে, গাজায় এখনো তাদের ১৩০ জন জিম্মি রয়ে গেছে। জিম্মিদের মধ্যে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় ৩৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আর, হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও আড়াইশ’রও বেশি মানুষকে জিম্মি করা হয়।