দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জে ইন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কুকুরের মাংস খাওয়া দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যের অংশ। কিন্তু সম্প্রতি দেশটিতে বেড়েছে কুকুর-বিড়াল পালার প্রবণতা। এ জন্য পশু অধিকারকর্মীদের কাছ থেকেও কুকুরের মাংস নিষিদ্ধের চাপ বাড়ছিল। এসব বিষয় বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখনও দেশটিতে বছরে গড়ে ১০ লাখ কুকুরের মাংস খাওয়া হয়। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রাণী সুরক্ষা আইনে কুকুর-বিড়াল জবাই নিষিদ্ধ থাকলেও, এসব প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ ছিল না। এবার সেই নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে মাংস খাওয়া নিষিদ্ধ করা হলো।