দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা ২৪০ প্রবাসীর খোঁজ মিলছে না : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকা থেকে এরই মধ্যে ২৪০ প্রবাসী দেশে ফিরেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইল ফোনও বন্ধ। তবে ওমিক্রন মোকাবিলায় তাদের কাউকে ছাড় দেয়া হবে না। খুঁজে বের করা হবেই। বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘তাদের খুঁজে বের করতে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে। এ ব্যাপারে সরকার আরো কঠোর হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, অনেকে দায়িত্বজ্ঞানহীন। তারা নিজের কথা ভাবে না, দেশের কথা ভাবে না। নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের কিছু নেই জানিয়ে তা প্রতিরোধে সরকার শক্ত অবস্থানে আছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য ৩৬ হাজার বর্গফুটের একটি ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। এখানে অনেক সুবিধা রয়েছে। হাজার হাজার মানুষ প্রতিদিন ল্যাবটিতে পরীক্ষা করতে পারবে। বিশ্বের খুব কম জায়গায় এতো বড় ল্যাব আছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।