থেমে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া
- আপডেট সময় : ১১:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
মিয়ানমারের চলমান সহিংসতায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে গেছে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন দেশটির জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের দিকে। বিশ্লেষকরা বলছেন, অতীতে যতবার প্রত্যাবাসন প্রক্রিয়া চুড়ান্ত পর্যায়ে এসেছে, ততবারই কোন না কোন কৌশলে তা ভেস্তে পাঠিয়েছে মিয়ানমার সরকার। এবারের অভ্যন্তরীন সহিংসতা তারই অংশ কি না-তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
মিয়ানমারের বেশ কয়েকটি প্রদেশে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের সমঝোতা হলেও বাংলাদেশ সীমান্ত ঘেষা রাখাইনের সংঘর্ষ দীর্ঘায়িত হচ্ছে। এতে একদিকে যেমন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন করে রোহিঙ্গা প্রবেশের ঝুঁকি বাড়ছে।
কুটনীতিকরা বলছেন, শান স্টেটের বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে জান্তার সমঝোতা হয়েছে চীনের মধ্যস্ততায়। কিন্তু রাখাইনে সেই সমঝোতা না হওয়ায় নানা প্রশ্ন উকি দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যখন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে, ঠিক তখনই আরেক দফা অনিশ্চয়তা তৈরী হলো।
বিশ্লেষক আবু নোমান বলছেন, অতীতে যতবার প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়েছে ততবারই কোন না কোন ছুতোয় তা ভেস্তে পাঠিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। চলমান সংঘাত সেই প্রক্রিয়ার অংশ কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। আর সাবেক কুটনীতিক মেজর এমদাদের মতে, নিজেদের স্বার্থেই রাখাইনে স্থিতিশীলতা ফেরাতে কুটনৈতিক তৎপরতা শুরু করতে হবে বাংলাদেশকে।
রোহিঙ্গা ইস্যুতে চীন, ভারতসহ প্রতিবেশি মোড়লদের ভুমিকা প্রশ্নবিদ্ধ। আর তাই শুধু মিয়ানমারই নয়, ওই দেশগুলোর সঙ্গে কুটনৈতিক তৎপরতা বাড়াতে হবে বাংলাদেশকে।