থানচিতে র্যাবের সঙ্গে জঙ্গি-পাহাড়ি সন্ত্রাসীদের গুলি বিনিময়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বান্দরবানে গুলি বিনিময়ের পর জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাঁচ সদস্যকে আটক করেছে রেব। অভিযানে রেবের ৯ সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, রেব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
বিকেলে থানচি তমাতুঙ্গীতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সকাল থেকে থানচি রেমাক্রী ব্রিজ এলাকায় থেমে থেমে গোলাগুলি চলে। রেব মহাপরিচালক জানান, সন্ত্রাসীদের অক্ষত অবস্থায় আটক করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এরই মধ্যে ৩৮ জঙ্গি ও ১৪ কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। পাহাড় কিংবা সমতলে জঙ্গিদের এক ইঞ্চি জায়গাও ব্যবহার করতে দেওয়া হবে না। জঙ্গি ও সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।