ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী একই দামে ভ্যাকসিন পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী একই দামে ভ্যাকসিন পাবে বাংলাদেশ, সংসদে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চুক্তিটি বাংলাদেশ সরকার, ভারতের সেরাম ইন্সটিটিউট ও এজেন্ট হিসেবে বেক্সিমকোর মধ্যে সই হয়েছে। সবচেয়ে কম দামে ভ্যাক্সিন কিনেছে বাংলাদেশ- এমন তথ্যও দেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করছে বলেও জানান তিনি। এদিকে সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’ পাস হয়েছে।
সোমবার সকালে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ , আইন-প্রণয়ন কার্যাবলী এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা শুরু হয়। প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে উত্থাপিত হয়।
এই বিলটি সম্পর্কে জনমত যাচাই ও সংশোধনীর প্রস্তাব দেন বিরোধীদল জাতীয় পার্টি, বিএনপির সংসদ সদস্যরা।
সাংসদদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সবচেয়ে কম দামে ভ্যাক্সিন কিনেছে বাংলাদেশ- এমন তথ্যও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হয়নি বলে দাবি করেন, স্বাস্থ্যমন্ত্রী। জানান, দেশের সব নাগরিকের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য নিয়ে কেন্দ্রীয় ডাটা ব্যাংক তৈরির কাজ শুরু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করলে তা কন্ঠভোটে পাস হয়। অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই আইন করা হয়েছে।






















