ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
ত্রিদেশীয় সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে বাংলাদেশ দল। অনুশীলন না করলেও এদিন হাঁটাহাঁটি করেছে টিম টাইগাররা।
স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে দলের সঙ্গে সবাই থাকলেও এখনো নেই অধিনায়ক সাকিব আল হাসান। সব ঠিক থাকলে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের চার স্ট্যান্ডবাই ক্রিকেটার থেকে সৌম্য সরকার ও শরিফুল ইসলাম রয়েছেন সফরে। রোববার ব্লাক ক্যাপদের দেশে পৌঁছে একদিন বিরতি দিয়েই মঙ্গলবার অনুশীলন শুরু করার কথা বাংলাদেশ দলের। এরপর ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগাররা।