তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। চুক্তি থেকে সরে না হওয়ার প্রতিশ্রুতি দিতে না পারলেও সরাসরি আলোচনার জন্য প্রস্তুত তার সরকার । এদিকে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে দাবি করে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন।
২০১৫ সালে ইরানের সঙ্গে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির হ্ওয়া পরমাণু চুক্তি পুণরায় কার্যকর করা নিয়ে ভিয়েনায় বৈঠক প্রস্তুতি চলছে । এরই মধ্যে ইরানের বিরুদ্ধে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় চুক্তিতে ফেরার আভাস দেন। বিশেষ করে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছে বাইডেন প্রশাসন। এর আগে ভিয়েনায় কয়েক দফা বৈঠক হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানায় মার্কিন প্রতিনিধিরা সমঝোতা ইস্যুতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে বারবার আগ্রহ দেখাচ্ছে।