আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। চলতি সপ্তাহে ২০২৩ সালের সর্বোচ্চ স্তরে উঠেছে জ্বালানি পণ্যটির দর। বাণিজ্যিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়,এই বছরের শেষ নাগাদ ওই মাইলফলক স্পর্শ করবে তেল।
গত শুক্রবার সকালে লন্ডন এক্সচেঞ্জে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৯৩ ডলার ৪৬ সেন্টে। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দর সামান্য পরিবর্তন হয়েছে।
ব্যারেলপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৯০ ডলার ০৯ সেন্টে।২০২৩ সালের শেষ পর্যন্ত তেল উত্তোলন কমিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ দুই উৎপাদনকারী সৌদি আরব ও রাশিয়া।