তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবেছে ফেনীর ৭০টি গ্রাম
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবেছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ৭০টি গ্রাম। এতে আবারও দুর্ভোগ পড়েছে স্থানীয় জনপদ।
গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বানের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট। ভেসে গেছে পুকুরের মাছ। উপজেলার অভ্যন্তরীন বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা।
এদিকে…টানা বর্ষণ ও বন্যায় খাগড়াছড়িতে সেতু সংযোগ সড়ক ভেঙ্গে মহালছড়ি উপজেলার সাথে মুবাছড়ি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত সেতুসহ সড়কটি মেরামত করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে খাগড়াছড়ি স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।