তৃণমূল পর্যায়ে উন্নয়নের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৫৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
সততার সঙ্গে দায়িত্ব পালন এবং সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমী আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। জনগনের জীবন মান উন্নয়নে স্থানীয় পর্যায়ের প্রয়োজন খতিয়ে দেখার পাশাপাশি সেবার মানসিকতায় সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি। ৭৫ ও ২০০১ সালে ক্ষমতার পালাবদল একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীতে আয়োজন করা হয় ১২৭, ১২৮ ও ১২৯ তম আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ করা কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে সুভ্যেনির ও গবেষণা পত্রের মোড়ক উন্মোচন করেন তিনি।
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের শপথ নেন কোর্স সম্পন্নকারি কর্মকর্তারা।
বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ৭৫ ও ২০০১ ক্ষমতার পালাবদল একই সূত্রে গাঁথা।
শহরের উপর চাপ কমাতে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোযোগী হবার নির্দেশ দেন তিনি।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান।
শাসক নয় সেবক হিসেবে দেশের উন্নয়নে নিরলস কাজ করছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের এই ধারা যেন পিছিয়ে না যায় সে বিষয়ে সবাইক সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।