তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
তুরস্কের বার্তিন প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো খনির ভেতরে অনেকে আটকা পড়ে আছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে প্রায় কয়েক ডজন কর্মী ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিল। খনিতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কৃষ্ণ সাগরের উপকূলে আমাসরার উদ্ধারকারীদের সঙ্গে খনি শ্রমিকরা ভয়াবহ অবস্থায় বেড়িয়ে আসছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধারকারীরা শক্ত পাথর খুঁড়ে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।