তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া দুই গ্রামবাসীরয় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৭৬১ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, গেলো রাতে পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের শাহীন নামে এক যুবক বড়ইছড়া গ্রামের রাস্তা দিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিলো। এ সময় পরমানন্দপুর গ্রামের শহর আলী তাকে গান গাইতে নিষেধ করলে বাগবিতণ্ডা হয়। পরে শাহীন তার গ্রামে গিয়ে ঘটনাটি জানালে লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বড়ইছড়া গ্রামে আক্রামণ চালায়। এ সময় বড়ইছড়া গ্রামের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বড়ইছড়া গ্রামের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।