তীব্র দাবদাহে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল
- আপডেট সময় : ০৮:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
তীব্র দাবদাহে পুড়ছে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম ও মেহেরপুর অঞ্চল। মাঝারী তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আগামী এক সপ্তার মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া বিভাগ।
চৈত্রের তীব্র তাপদাহে পুড়ছে রাজশাহী। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। দুপুরে মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের দিন গুলোতে তাপমাত্রা আরো বাড়তে পারে।
সকাল থেকে খাঁ খাঁ রোদে যেন পুড়ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার উপর দিয়ে বহে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বেলা ১২টায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। প্রচন্ড গরমে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে।
গত কয়েক দিন ধরে তীব্র তাপদাহে নাকাল কুড়িগ্রামের মানুষ। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রী সেলসিয়ায়। এতে বিশেষ করে বিপাকে পড়েছে শ্রমজীবি মানুষ।
মেহেরপুর ৩৭ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সবচাইতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আপাতত দু’একদিনের মধ্যে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।