তীব্র দাবদাহে জনজীবনে যখন নাভিশ্বাস তখন আশার কথা শুনালো আবহাওয়া অধিদপ্তর
- আপডেট সময় : ০৮:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
তীব্র দাবদাহে জনজীবনে যখন নাভিশ্বাস তখন আশার কথা শুনালো আবহাওয়া অধিদপ্তর। আগামী ২১ থেকে ২২ এপ্রিল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। তবে সাময়িক সময়ের জন্য গড় তাপমাত্রা কমলেও তা দীর্ঘ মেয়াদী হবে না মন্তব্য করে তিনি জানান দাবদাহের ভোগান্তি থাকবে আগামী মে মাস জুড়ে।
গেল বেশ কয়েকদিন সূর্য মামার চোখ রাঙানি ও শাসনে দেশজুড়ে তীব্র তাপদাহ। ভোগান্তিতে অতিষ্ঠ নগরবাসী। চারপাশের উষ্ণতায় উত্তপ্ত পিচঢালা রাজপথ। প্রকৃতিতে বাতাসের দোলা থাকলেও ছিলো না শীতলতার ছোঁয়া। চলাচলে ছায়া ঢাকা রাজপথই পথচারীদের একমাত্র পছন্দ।
কি রোদ কি বর্ষা, কেউ পেশাগত দায়িত্বের কারণে আবার কেউ পকেট যাদের গড়ের মাঠ, দুমুঠো অন্ন যোগাতে রৌদ্র দহনে ঘর্মাক্ত হওয়াই যেন তাদের নিয়তি।
আগামী দিনগুলোতে ভোগান্তি বাড়বে এমন শঙ্কায় নিম্ন আয়ের মানুষরা। তবে এতো অস্বস্তির মাঝে স্বস্তির খরব দিলেন আবহাওয়াবিদ। জানালেন-বৃষ্টি হবে তাও ঈদের দিনেই। এদিন সর্বোচ্চ তাপমাত্র ছিল চূয়াডাঙ্গা এবং পাবনার ঈশ্বরদীতে মানাঙ্কে যা ৪২.৮ ডিগ্রী সেলসিয়াস।