তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়ায়, উত্তরাঞ্চলে ধীরে ধীরে মরুকরণ প্রক্রিয়া চলছে

- আপডেট সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
৩৩ বছরেও তিস্তার পানি বন্টনের চুক্তি না হওয়ায় ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে দেশের উত্তরাঞ্চল। বিরূপ প্রভাব পড়ছে তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রায়।
তিস্তা ব্যারাজের অবকাঠামোসহ নদীকেন্দ্রিক ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। আর নদী গবেষকরা বলছেন, এই অঞ্চলের পরিবেশ রক্ষায় তিস্তা চুক্তির বিকল্প নেই।
বাংলাদেশের সীমান্ত নদী তিস্তা। ৩৩৫ কিলোমিটারর দৈর্ঘ্যের নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি দিয়ে নীলফামারীর ডিমলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ১১৫ কিলোমিটার বহমান এই নদী বয়ে গেছে লালমনির হাট, কুড়িগ্রাম, রংপুর হয়ে গাইবান্ধা জেলা পর্যন্ত।
দ্রুত তিস্তা চুক্তির বাস্তবায়ন করে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভারত সরকারের কাছে দাবি তিস্তাপাড়ের মানুষেরা।
ভক্সপপ: তিস্তাপাড়ের মানুষ
পানি প্রবাহ হ্রাস পাওয়ায় নিচে নামছে সুপেয় পানির স্তর। প্রতিবছর উজানের ঢলের সাথে আসা পলি আর বালিতে ভরে গেছে নদীর তলদেশ। এতে সামান্য ঢলেই নদীর দু’কুল ছাপিয়ে হচ্ছে বন্যা।
প্রতিবছর পাল্টে যাচ্ছে নদীর গতিপথ। হুমকির মুখে পড়ছে তিস্তা ব্যারাজের অবকাঠামোসহ নদীকেন্দ্রিক সবত্রই বলে দাবি করেন পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী।
এই অঞ্চলের পরিবেশ প্রতিকূল রক্ষায় তিস্তা চুক্তির বিকল্প নেই বলে দাবি করেন বাংলাদেশের এই নদী গবেষক।
তিস্তারপাড়ের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে দুদেশের মধ্যে পানি বন্টন চুক্তিই এখন একমাত্র ভরসা। তাতে শুষ্ক মৌসুমে যেমন পানি মিলবে তেমনি বর্ষায় উজানের পানির ঢলে বন্যায় ভাসবে না এই জনপদ।