তিন বছরেও শেষ হয়নি কুমার নদীতে সেতু নির্মাণ কাজ
- আপডেট সময় : ০৭:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৯৩৬ বার পড়া হয়েছে
সেতু নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন কুষ্টিয়া সদর উপজেলার ৩ ইউনিয়নের মানুষ। উজানগ্রাম ইউনিয়নের বৃত্তিপাড়া কুমার নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ তিন বছরও শেষ হয়নি। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় মানুষ। দ্রুত সেতুর কাজ শেষ করা হবে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ।
হেলে-দুলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বৃত্তিপাড়া, সিঁদুর ঘাট, পাশের জেলা চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৫টিসহ ৮টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের চলাচল এ পথে। আগের বেইলি ব্রীজের পাশে নতুন আরেকটি সেতু নির্মাণ শুরু হয়ে মাত্র অর্ধেক কাজ শেষ করেই ঠিকাদার লাপাত্তা । দিনে বেশ কয়েকটি দুর্ঘটনায় আহত হচ্ছেন পথচারীরা। চলন্ত গাড়ী নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়িত।
সড়ক ভেঙ্গে দিয়ে স্থায়ী ব্রীজ নির্মাণের জন্য পাইলিং করায় মাটি সরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ হলে ধসে যেতে পারে ব্রীজের দু পাশের বসতবাড়ীসহ নানা স্থাপনা। এমন আশংকা এলাকাবাসীর।
৬ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালে কুষ্টিয়া এলজিইডির ব্যবস্থাপনায় ব্রীজটি নির্মাণ কাজ শুরু হয়। ৮১ মিটার লম্বা ব্রীজটি ২০২৩ সালের মধ্যে শেষ করার কথা বলে কাজটি ঠিকাদারি নেন পাবনা জেলার নুরুজ্জামান ট্রেডার্স। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে ব্রীজটির কাজ অর্ধেক সম্পন্ন করে আত্মগোপনে চলে যান ঠিকাদার। তবে এ সব অভিযোগ মানতে নারাজ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ।