তিন পার্বত্য জেলায় শুরু হয়েছে সড়ক ও নৌ পথ অবরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দফায় দফায় সংঘর্ষ ও হামলার জেরে প্রতিবাদে তিন পার্বত্য জেলায় শুরু হয়েছে সড়ক ও নৌ পথ অবরোধ। এর মধ্যে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য এবং বাকি দুই জেলায় ৭২ ঘন্টার অবরোধ ডাকা হয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে কোন যানবাহন ছাড়েনি। দূরপাল্লার বাস কাউন্টার ও বাস টার্মিনালে দেখা যায়, কোন বাস ছাড়েনি। এদিকে ঢাকা থেকে আসা রাত্রিকালীন বাসগুলো এখনো খাগড়াছড়িতে এসে পৌঁছায়নি। সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়া হয়েছিল ঢাকার পাহাড়িদের একটি সমাবেশ থেকে। আর বিবৃতি দিয়ে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। অবরোধের কারণে এ রির্পোট লেখা পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।